রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বরুড়ায় অটোরিক্সা, সেলাই মেশিন ও অনুদান প্রদান

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৪, ১০:৫৬
ছবি-যাযাদি

বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বরুড়ার সাংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন (শামীম) এর অর্থায়নে বরুড়া পৌরসভার ৬ টি ওয়ার্ডে কর্মহীন মানুষের কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের জন্য সামাজিক দায়বদ্ধতার আওতায় অটো-রিক্সা, সেলাইমেশিন, সন্তান সম্ভবা মায়েদের জন্য মাতৃত্বকালীন অনুদান, দরিদ্র রোগীদের চিকিৎসা, মসজিদ-মন্দিরে সহায়তা এবং এলাকার প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগ নেতাদের সম্মাননা সহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২ মার্চ শনিবার বিকেলে অনুদান প্রদান অনুষ্ঠানে বরুড়া পৌরসভার ১,২,৩,৪,৬,৭ নং ওয়ার্ডের ১৮ জন কর্মহীন অসহায় পুরুষ কে ১ টি করে অটো রিকশা, ১৯ জন অসহায় নারী কে ১ টি করে সেলাই মেশিন, ১৯ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, ১৯ জন সন্তান সম্ভবা দুস্থ নারী কে মাতৃত্বকালীন ভাতা, ২৯ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার এবং ১৭ টি মসজিদ ও ২ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য নির্বাচন পূর্ববর্তী সময়ে বরুড়ার ১৫ ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তিনি রিক্সা, সেলাই মেশিন, মাতৃত্বকালীন ভাতা, অসুস্থ রোগীদের চিকিৎসা, প্রবীণ ও ত্যাগী নেতাদের সম্মাননা ও উপহার প্রদান সহ প্রায় ৬০০ পরিবারের জীবন মান উন্নয়নে তাদের পাশে দাড়ান।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মো. তোফায়েল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমির হোসেন, বরুড়া শহীদস্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি ও বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর উদ্দিন খন্দকার স্বপন ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে