বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৪, ১৪:৪০
ঝিনাইদহে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’ এর আওতায় ঝিনাইদহ সদর উপজেলার তালিকাভুক্ত তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত¡রে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ঝিনাইদহ সদর। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবীব, ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা লিংকন মন্ডল প্রমুখ।

এসময় ঝিনাইদহ পৌর এলাকার চাষিদের মাঝে ১ কেজি পাট বীজ ৬ কেজি ইউরিয়া ৩ কেজি টিএসপি এবং ৩ কেজি এমওপি বিনামূল্যে প্রদান করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে