মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেবা আধুনিক হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার (০৪ মার্চ) সকালে বিদ্যালয়ের ১১শ’ শিক্ষার্থীকে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি এম সাইফুল্লাহ দিদার।
সেবা আধুনিক হাসপাতালের পরিচালক মো. আব্দুর রহমান নিশান জানান, হাসপাতালটি সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে। প্রত্যেক বছর সম্পন্ন বিনামূল্যহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয়।
যাযাদি/ এস