শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পটিয়ায় খাদ্য মজুদ রাখায় ৫ দোকানীকে জরিমান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৪, ১৬:৩৬
পটিয়ায় খাদ্য মজুদ রাখায় ৫ দোকানীকে জরিমান

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় চালসহ নিত্যপণ্যসহ অবৈধ ভাবে মজুদ রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৬ মার্চ) সকালে পটিয়া পৌর সদরের কামাল বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ।

এসময় তিনি বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় পটিয়া থানা পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার পৌর এলাকার কামাল বাজারে চালের দোকানসহ ৫টি মুদির দোকানে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি, অবৈধ ভাবে খাদ্যদ্রব্য মজুদসহ আইন লংঘন করায় প্রাথমিকভাবে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। খাদ্যদ্রব্য মজুদ আইন ২০২৩ এর ৪ ধারা অনুযায়ী খাদ্য দ্রব্য অতিরিক্ত মজুূদ রাখায় এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে