বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

কুতুবদিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৪, ১৩:১৪
আপডেট  : ০৭ মার্চ ২০২৪, ১৪:৩৭
ছবি-যাযাদি

কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আ‘লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শামীম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কপিল উদ্দীন কবির, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর মাতবরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে