শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নানা আয়োজন রাজস্থলীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী
  ০৭ মার্চ ২০২৪, ১৮:০১
নানা আয়োজন রাজস্থলীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ( ৭ মার্চ) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ এর হল রুমে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমদ । প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান, কৃষি অফিসার মাহবুব এলাহী, নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, রাজস্থলী থানার ওসি ( তদন্ত) মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম প্রমুখ । আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।আলোচনা সভার পর বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে