বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

টেকনাফে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

টেকনাফ প্রতিনিধি
  ০৯ মার্চ ২০২৪, ১০:১৭
টেকনাফে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

‘নারীর সমাধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ' এ প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শুক্রবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা তথ্য আফা তাছলিমা খাতুন এর পরিচালনায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,ওয়ান স্টপ ক্রাইসিস অফিসার নাসিদুল হক, টেকনাফ পৌরসভা নারী সংঘটক তাছলিমা খাতুন প্রমূখ।

এতে আরও উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মতর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা শিশু অধিকার অফিসার শাহরিয়ার সহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার ও নারী সংঘটনের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি র‍্যালি উপজেলা সড়কে প্রদক্ষিণ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যে বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ ঘটতে পুরুষের পাশাপাশি সমভাবে নারীদের এগিয়ে আসতে হবে। নারীদের কে যোগ্যতা ও দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে