শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দুমকিতে জনসাধারণের সেবায় দু’টি অ্যাম্বুলেন্স দিলেন কাওসার আমিন হাওলাদার 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৪, ১৩:১৬
দুমকিতে জনসাধারণের সেবায় দু’টি অ্যাম্বুলেন্স দিলেন কাওসার আমিন হাওলাদার 

পটুয়াখালীর দুমকিতে জনসাধারণের সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’টি অ্যাম্বুলেন্স দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউরোপের মাল্টা দেশের আওয়ামী লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার।

গতকাল সন্ধ্যায় উপজেলার নাসিমা কেরামত আলী স্কুল মাঠে হাওলাদার ফাউন্ডেশন'র আয়োজনে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কাওসার আমিন হাওলাদার'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর শহীদুল ইসলাম শাহীন, ডা: মহিবুল্লাহ রুবেল আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, কবির মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও সুশীল সমাজের প্রায় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় কাওসার আমিন হাওলাদার বলেন, আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ মানুষের সেবা করে যাবো। দুমকি উপজেলার মানুষের জন্য হাওলাদার ফাউন্ডেশন এর পক্ষ থেকে দু’টি অ্যাম্বুলেন্স দিয়েছি এবং পরবর্তীতে উপজেলার বাসিন্দাদের যে কোন সমস্যা সমাধান করার চেষ্টা করব। পরিশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স দু’টি হস্তান্তর করেন অতিথিরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে