শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর জানাজা অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৬ মার্চ ২০২৪, ১৯:২৪
শিবগঞ্জে ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর জানাজা অনুষ্ঠিত
শিবগঞ্জে ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর জানাজা অনুষ্ঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাযার নামাজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রানীহাটি ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছাইদুল হাসানসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও তার রাজনৈতিক সহযোদ্ধারা অংশ নেন।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুরে ১৯৩১ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকায়।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এই এলাকায়। গোলাম আরিফ টিপুকে শেষবারের মতো এক নজর দেখার জন্য দূরদূরান্ত থেকে লোক এসেছেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

জানাজা শেষে গোলাম আরিফ টিপুর মরদেহ নেয়া হয়েছে রাজশাহীতে। সেখানে আরেকটি জানাজা শেষে ঢাকায় শহীদ বুদ্ধিজীবি করবস্থানে দাফন করা হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে