শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ১১:৩৩
আপডেট  : ১৭ মার্চ ২০২৪, ১২:০১
কালিয়াকৈরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করেন উপজেলা প্রশাসন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট সাহেবের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদের সভাপতিত্বে পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার,ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন, উপজেলা সরকারি কমিশনার ভূমি রজত বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধার ডাক্তার শাহাবুদ্দিন আহসান আহসান, কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ এফ এম নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ অন্যান্যরা। ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে