শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

জৈন্তাপুরে ২৬শে মার্চের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ   

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৪, ১৪:৪১
জৈন্তাপুরে ২৬শে মার্চের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ   

মহান স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে জৈন্তাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত বাসষ্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬শে মার্চ) সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। এরপর একে একে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, জৈন্তাপুর মডেল থানা, তামাবিল হাইওয়ে পুলিশ, আনসার ও ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ, পল্লী বিদ্যুৎ সমিতি, জৈন্তাপুর প্রেসক্লাব ও জৈন্তেশ্বরী বাড়ী ও মেঘালিথ টম্ব স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় মহান স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম , বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইউনূস আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাজাহান কবির খান সহ অন্যান্যরা।

পরে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে স্হাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে