রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ২৬ মার্চ ২০২৪, ২০:২২

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র পরিচালক, অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি বলেন, যথাযোগ্য মর্যাদার সাথে পবিত্র রমজান মাসের পবিত্রতা বজায় রেখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে।

এ বছর মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পর্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন।

তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।

প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক বিজিবির সকল রিজিয়ন, সেক্টর ও বাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন।

এরই ধারবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি কর্তৃক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্রসমগ্রী বিতরন করা হয়েছে।’

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন এলাকার ১২০ টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে