শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে তেলবাহী ট্রেনে ধাক্কা : ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা

পাবনা প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৪, ০৯:৫৫
ছবি-সংগৃহিত

পাবনা ঈশ্বরদীতে তেলবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় দুটি বগি লাইনচ্যুত হয়েছে।এতে ঢাকার সাথে খুলনা রেল যোগাযোগ বন্ধ ৭ ঘণ্টা পর শুরু হয়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় জানান বড় ধরণের দুর্ঘটনা রক্ষা পেলো। কারণ আগুন ধরে গেরে মারাত্মক ক্ষতি হত।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি তেলবাহী ট্রেন পার্বতীপুরে তেল নামিয়ে দিয়ে খুলনার দিকে যাবার পথে ঈশ্বরদী জংশন স্টেশনে এসে দাঁড়ায়। ঘটনার সময় পাথর বোঝাই একটি মালবাহী ট্রেন ভারত থেকে ঢাকা যাবার পথে একই স্টেশনে দাঁড়ায়।

এ সময় পাথর বোঝাই ট্রেনটি শানটিং করার সময় (বগি এক লাইন থেকে আরেক লাইনে নেওয়ার সময়) তেলবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে। তখন তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

এতে ঈশ্বরদী থেকে খুলনা এবং ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন আরো জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন বগি উদ্ধারে কাজ শুরু করেছে৷ ভোর পাঁচটা নাগাদ উদ্ধার কাজ শেষ হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে