শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোলায় প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের সঙ্গে পিআইবি'র মহাপরিচালক জাফর ওয়াজেদ

স্টাফ রিপোর্টার, ভোলা
  ২৯ মার্চ ২০২৪, ১৯:২১

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সাংবাদিকদের সত্য প্রকাশের মধ্য দিয়ে এ দেশ আরো এগিয়ে যাবে। দেশের উন্নয়নে সাংবাদিকরা বড় ভূমিকা রাখেন বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র পরিণত হয়েছে।বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও বিশ্বাস করেন রাজনীতির বর্ষিয়ান এ নেতা।

শুক্রবার ভোলায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ( পিআইবি) আয়োজিত ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান। সভাপতির বক্তব্যে পিআইবি'র মহাপরিচালক বলেন, সমাজে সাংবাদিকদের অনেক দায়িত্ব রযেছে। অপসাংবাদিকতা দায়িত্বোধকে বিচ্যুত করে। অপ-সাংবাদিকতা টিকে না, টিকে থাকতে পারে না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু। সঞ্চালনায় ছিলেন পিআইবির প্রশিক্ষণ সমন্বায়ক শাহেআলম সৈকত। বেসিক ও ইনডেফথ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণে জেলার ৭ উপজেলার ৩৫ জন। এ প্রশিক্ষণ শুরু হয় বুধবার। অপর দিকে দ্বিতীয় ব্যাচে মোবাইল জার্নালিজম বিষয়ে প্রশিক্ষণ শুরু হবে আজ শনিবার।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে