সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ডোমারে কুরিয়ার সার্ভিসের গাড়িতে ৫৪১বোতল ফেনসিডিল, মাদক কারবারি গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ৩১ মার্চ ২০২৪, ১৬:২২
ডোমারে কুরিয়ার সার্ভিসের গাড়িতে ৫৪১বোতল ফেনসিডিল, মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীর ডোমারে ইউএসবি কুরিয়ার সার্ভিসের গাড়ীর ভেতর থেকে ৫৪১ বোতল ফেনসিডিলসহ শ্যামল হোসাইন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে নীলফামারী র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২। গ্রেফতারকৃত শ্যামল লালমনিরহাট জেলার বড়খাতা এলাকার বুলু মিয়ার ছেলে।

শনিবার সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার শহরের ইউএসবি কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে কুরিয়ার সার্ভিসের গাড়ীতে অভিযান পরিচালনা করে র্যাব।

অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৩ এর নীলফামারীর কোম্পানি কমান্ডার মেহেদী হাসান।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বাজারে ইউএসবি কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে ওই কুরিয়ারের গাড়ীর ভিতর তল্লাশি চালানো হয়। পরে গাড়ীর চালকের সিটের ভিতর হতে ফেনসিডিল ভর্তি দু 'টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়।

বস্তায় ৫৪১ বোতল ফেনসিডিল ছিল। পরে কুরিয়ার সার্ভিসের গাড়ীর ড্রাইভার শ্যামলকে আসামি করে ডোমার থানায় একটি মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়।

ডোমার থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আমজাদ হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে