বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

দাগনভূইয়াতে মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
  ৩১ মার্চ ২০২৪, ১৯:৩২
দাগনভূইয়াতে মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা

রবিবার ৩১মার্চ দুপুরের দিকে দাগনভুইয়া উপজেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার জায়লস্করে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মেসার্স রূপালী কেমিক্যালস, মোল্লাঘাটা বাজার, দাগনভুইয়া ফেনী প্রতিষ্ঠানটি মশার কয়েল পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে ও বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা, হর্স নিমপাতা, পাওয়ার, বারুদ, সিয়াম, সাদ ও মেসি ব্র‍্যান্ডের মশার কয়েল উৎপাদন বিক্রিয়/বিতরণ দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারায় (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম), অংশগ্রহণ করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে