বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

গাংনীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

গাংনী(মেহেরপুর) প্রতিনিধি
  ৩১ মার্চ ২০২৪, ১৯:৫২
গাংনীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

মেহেরপুরের গাংনীতে ২০২৩ - ২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় পাট ও আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। আজ রবিবার ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার ইমরান আহমেদ।

গাংনী উপজেলার ৫০০০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ ও ৬০০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আউস ধানের বীজ এবং ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি প্রদান করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে