শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে ঈদ উপহার সামগ্রী পেল গ্রাম পুলিশের সদস্যরা

সংবাদাতা, রায়গঞ্জ
  ০৩ এপ্রিল ২০২৪, ১৮:৫৮
রায়গঞ্জে ঈদ উপহার সামগ্রী পেল গ্রাম পুলিশের সদস্যরা

ঈদ উল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ৬০ জন গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার রায়গঞ্জ থানা প্রঙ্গনে উপহার সামগ্রী তুলে দেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল বিনয় কুমার। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, লুঙ্গি ও গুঁড়ো দুধ। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। তাছাড়া সামনে ঈদ, এলাকায় যেন চুরি, ছিনতাইসহ কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য ইউপি চেয়ারম্যানদের সাথে আলাপ করে তাদেরকে কাজে লাগিয়েছি। তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কষ্ট করে কাজ করে যাচ্ছে। তাদের এই কাজে উৎসাহ জোগানোর জন্য ঈদ উপলক্ষে রায়গঞ্জ থানার পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদেরকে উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে