বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

৪ কেজি গাঁজাসহ সেনবাগের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৪, ২০:২৮
৪ কেজি গাঁজাসহ সেনবাগের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে ৪ কেজি গাঁজা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী বেলাল হোসেন প্রকাশ লাল বেলাল কে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম,পিপিএমের সার্বিক দিক নির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব,পিপিএম(বার), বেগমগঞ্জ সার্কেল এর তত্ত্বাবধানে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নাজিম উদ্দিনের নেতৃর্ত্বে এসআই উত্তম কুমার সরকার, এএসআই কাউছার আহামেদ, এএসআই পলাশ চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সেনবাগ-সোনাইমুড়ি সড়কের ডমুরুয়া ইউপির মতইন গ্রামের জনৈক জামাল ভূইয়া বাড়ীর রাস্তার মাথা থেকে ৪ কেজি গাঁজা সহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন প্রঃ লাল বেলাল(৪৮) কে গ্রেফতার করে।গ্রেফতার কৃত বেলাল সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য ক্রয় করিয়া ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রি করতো।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজিম উদ্দিন জানান, গ্রেফতার কৃত বেলাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।গোপন সংবাদের ভিত্তিতে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার বেগম গঞ্জ সার্কেল মহোদয়ের তত্বাবধানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে সেনবাগ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)সারণির ১৯(ক) মামলা নং-০৪, তাং-০৩/০৪/২০২৪ খ্রিঃ রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে