সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মাধবদীতে ভুয়া র‌্যাব কমান্ডার আটক

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  ০৫ এপ্রিল ২০২৪, ১৬:৩৫
মাধবদীতে ভুয়া র‌্যাব কমান্ডার আটক

নরসিংদীর মাধবদী পৌরসভার সামনে থেকে র‌্যাব পরিচয় প্রদানকারী দুই ব্যক্তি মাধবদী থানা পুলিশের কাছে আটক।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, থানা এলাকার ছোট গদাইরচর মাধবদী পৌরসভার সামনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে সন্দেহজনক যানবাহন তল্লাশীকালে গতকাল বিকেল ৩টায় মোটরসাইকেল চালককে থামানোর সিগনাল দেন দায়িত্বে থাকা এস.আই মোহাম্মদ আনোয়ার হোসেন।

এসময় মোটরসাইকেল আরোহী নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে পকেটে থাকা আইডি কার্ড প্রদর্শন করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল আরোহীর কথাবার্তায় অসঙ্গতি মনে হলে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোটর সাইকেল আরোহী স্বীকার করে প্রতারণার উদ্দেশ্যে ভূয়া আইডি কার্ড দেখিয়ে র‌্যাব পরিচয় দিয়ে আসছে সে।

আটককৃত ২ জন হলো- নরসিংদী জেলার সদর থানার শেখেরচর এলাকার সুজন মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৯) ও লুৎফর রহমানের ছেলে রহমত উল্লাহ (২৩)। এসময় তাদের কাছে র‌্যাব পরিচয় বহনকারী একটি আইডি কার্ড ও একটি মোটরসাইকেল পাওয়া যায়। পরে উভয় আসামির নামে প্রতারণার মামলা রুজু করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে