শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মুসলিম সেনার দেয়া চালে ৫দিন পর চুলা জ্বলেছে আদিবাসী পরিবারের 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৪, ১০:১৭
ছবি-যায়যায়দিন

একমাত্র উপার্জনকারী ব্যক্তি ভিমরুলের কামড়ে মারা যাওয়ার পর থেকেই অভাব অনটনে দিনাতিপাত করছেন একটি আদিবাসী পরিবার। খাদ্য সংকটে খেয়ে না খেয়ে দিনাতিপাত করা সেই পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন সেনা সদস্য ও গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের বাসিন্দা মো: শেখ ফরিদ।

রোববার (৭ এপ্রিল) বিকেলের দিকে পৌর এলাকার লোহাগাছ গ্রামে ওই পরিবারের লোকজনের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন শেখ ফরিদের বাবা। এসময় ফেসবুকে পোস্টকারী শামিম মোড়ল উপস্থিত ছিলেন।

জানা যায়, গত বছরের মাঝামাঝি সময়ে ভিমরুল পোকার কামড়ে মারা যান উপজেলা আদিবাসী সম্প্রদায়ের সভাপতি গোপাল চন্দ্র কোচ। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়াই এরপর থেকেই অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন তার পরিবার। গত ৫ দিন ধরে চিড়ামুড়ি খেয়ে দিন কাটাচ্ছিল সেই পরিবারটি। বিষয়টি স্থানীয় শামীম মোড়ল নামের একজনের ফেসবুক লাইভে প্রকাশ পায়। যা দেখে পরিবারের খোঁজ খবর নেন সেনা সদস্য শেখ ফরিদ। পরে রোববার সন্ধ্যার দিকে লোক মারফত খাদ্য সামগ্রী কাছে পৌঁছে দেন তিনি। সামগ্রীর মধ্যে রয়েছে ২ বস্তা চাল,২ লিটার তৈল, ২ কেজি আলু,১ কেজি লবন, ১ কেজি পিঁয়াজ ও রসুন।

খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে শেখ ফরিদ বলেন," ফেসবুকের কল্যানে ওই পরিবারের কষ্টে থাকার বিষয়টি জানতে পারি। পরে তাঁর সম্পর্কে খোঁজ খবর নিয়ে মানবেতর জীবনযাপনের বিষয়টি অনুভব করি। তাই, ওই পরিবারটির জন্য সামান্য খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। আল্লাহ সকলকেই হেফাজত করুন"।

আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম যায়যায়দিনকে বলেন," ইসলাম ধর্মে বলা হয়েছে মানবসেবাই সর্বোত্তম কাজ। আর শিল্পীর কথায়ও-"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না"। এ গানেও মানবসেবার কথার কথাই গুরুত্ব পেয়েছে। সেখানে কে হিন্দু কে মুসলিম সেটা বড় বিষয় নয়। কষ্টে থাকা পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক কাজের জন্য সেনা সদস্য অবশ্যই প্রশংসার দাবি রাখে। মানবসেবা হউক প্রতিটি মানুষের নৈতিক মূল্যবোধ। তাহলেই ফুটে ওঠবে সৃষ্টির সেরা জীবের পরিচয় "।

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়ে ভিমরুল পোকার কামড়ে মারা যান গোপাল চন্দ্র কোচ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে