মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঘোড়াঘাটে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত   

ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৪, ১৩:৪৬
আপডেট  : ১৪ এপ্রিল ২০২৪, ২১:১৭
ছবি : যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শুভ নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে।

আজ রোববার (১৪ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ ১৪৩১ বরণে এক বর্ণাঢ্য সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে শিক্ষক, শিক্ষার্থী সহ উপস্থিত সকল নিয়ে বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ভোজের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের উপ -সচিব আক্তার উন নেছা শিউলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো.জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, ডিজিএম মো. আকতারুজ্জামান সহ অনেকে।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, স্থানীয় সুধীজন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে