রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সিলেটে গাঁজাসহ মাদককারবারি আটক

সিলেট অফিস
  ১৫ এপ্রিল ২০২৪, ১০:৫২
সিলেটে গাঁজাসহ মাদককারবারি আটক
সিলেটে গাঁজাসহ মাদককারবারি আটক

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তিন কেজি গাঁজাসহ (যার মূল্য ৬০ হাজার টাকা) একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (এসি) তপন সরকারের নেতৃত্বে দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাটের কামাল বক্সের কলোনী থেকে মাদক ব্যবসায়ী বকুল মিয়াকে (৪০) গাঁজাসহ আটক করা হয়। ধৃত বকুল মিয়া নরসিংদী জেলার রায়পুর থানার মামনপুর গ্রামের মৃত জাহার মিয়ার ছেলে। তিন কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৪ হাজার টাকাসহ তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা রুজু করেছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে