বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নগরকান্দায় শুভ নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৪, ১৯:৫৩
নগরকান্দায় শুভ নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নগরকান্দায় শুভ নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদপুরের নগরকান্দায় নানা আয়োজনে মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ১ লা বৈশাখের মুল আকর্ষণ ছিল বর্ণাঢ্য র‍্যালি, ইলিশ পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মারুফ হোসেন বকুল, সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান , নগরকান্দা থানা ইনচার্জ আমিনুর রহমান,, সরকারি এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া,,বীর মুক্তিযোদ্ধা এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার , মৎস্য কর্মকর্তা আবরার, তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, পুরাপাড়া ইউপি চেয়ারম্যান বাবু ফকির, চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে সাপ খেলা, বানর খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে