শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সেনবাগে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ১৪:২৯
সেনবাগে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নোয়াখালীর সেনবাগে ৩ কেজি গাঁজাসহ শীর্ষ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার কাবিলপুর ইউনিয়নের ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. শফিউল ইসলাম বাচ্চু উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএমের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার( বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব পিপিএম বার এর তত্ত্বাবধানে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে এসআই(নিরস্ত্র) খোরশেদ আলম,এএসআই(নিরস্ত্র) কাউছার আহামেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজা সহ বাচ্চুকে গ্রেফতার করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজিম উদ্দিন এ বিষয়ে জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য ক্রয় করিয়া ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসছে। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সেনবাগ থানার মামলা নং-১১, তাং-১৬/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়েছে। মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে