মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাংশায় পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ১৯:১৯
পাংশায় পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে দিন ব্যাপী উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গনমাণ্য ৩৫ জন সদস্য এ কর্মশালায় অংশ গ্রহণ করেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইনফরমেশন, এডুকেশন এন্ড কমিউনিকেশন (আইইসি) অপারেশনাল প্লানের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জন সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আনুষ্ঠানিক ভাবে এ কর্মশালার উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। কর্মশালায় রির্সোস পারন্স হিসাবে বক্তব্য রাখেন-আইইএম ইউনিট’র সহকারী পরিচালক হালিমা খাতুন,ডা.মোঃ দেলোয়ার হুসাইন, ডা.রুহুল আমিন। কর্মশালা পরিচালনা করেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান এ আল মামুন। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি \ রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল যথাযগ্যে মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ পালিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শাহাদাত হোসেন, পাংশা হাসপাতালের ডা. মোহাম্মদ দেলোয়ার হুসাইন,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদ আলী খান,উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

রেলপথ মন্ত্রনালযের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু করে উপজেলা প্রশাসন, পাংশা মডেল থানা, অফিসার্স ক্লাব পাংশা, আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ বিভাগ,পল্লী বিদ্যুৎ বিভাগ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পাংশা মহিলা কলেজ, পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, কাজী আব্দুল মাজেদ একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে