বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নকলায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ১৮ এপ্রিল ২০২৪, ১৫:৫৪
নকলায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

"প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সারাদেশের ন্যায় ভার্চ্যুয়ালী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: সুজন এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা: মো. আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. ইসহাক আলী, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, খামারিরাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা মুজিবশতবর্ষমঞ্চ (কোর্টবিল্ডিং চত্বর মুক্তমঞ্চ) প্রাঙ্গণে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনীতে ৫০টি স্টল অংশগ্রহন করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে