বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

 ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

সিলেট অফিস
  ১৮ এপ্রিল ২০২৪, ১৮:৪৮
 ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

সিলেট নগরীর মেন্দিবাগ শাখার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১২ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের দায়েরকৃত মামলায় সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড ও অপর জনের ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর ২ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ শাহাদৎ হোসেন প্রামানিক এ রায় ঘোষনা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) মো. আহম্মদ আলী।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন- সিলেট নগরীর দরগা মহল্লার পায়রা ৭৫ নং বাসার মৃত এ.এইচ, মিছবাহ উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে সিলেট নগরীর মেন্দিবাগ শাখার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ’র সাবেক শাখা ব্যবস্থাপক এ. জেড নিয়াজ আহমেদ চৌধুরী (বর্তমানে চাকুরীচ্যুত) এবং নগরীর ঝরনারপারের ৫৩ নং বাসার মৃত মুফতি আব্দুল কাদেরের ছেলে মুফতী মো. আব্দুল খাবির। এর মধ্যে আসামী এ. জেড নিয়াজ আহমেদ চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে , উক্ত আসামীরা ২০০৯ সালের ১৫ মার্চ হতে ২০১১ সালের ২১ ডিসেম্বর তারিখের মধ্যে সিলেট নগরীর মেন্দিবাগ শাখার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ’র নিজ নিজ পদে কর্মরত থেকে একে অপরের যোগসাজসে ভুয়া ‘এফডিআর’ দেখিয়ে প্রতারনামূলকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১২ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ’র সিলেট মেন্দিবাগ শাখার এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল বাছিত বাদি হয়ে কোতোয়ালী থানায় একজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলা পরিচালনা করেন দুদক পিপি অ্যাডভোকেট নাহিদা চৌধূরী ও আসামীপক্ষে অ্যাডভোকেট মিছবাহর রহমান আলম।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে