শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ফ্রি ভেটেরিনারি ভ্যাক্সিনেশন ও মেডিকেল ক্যাম্প

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৪, ১৩:৪৭
গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ফ্রি ভেটেরিনারি ভ্যাক্সিনেশন ও মেডিকেল ক্যাম্প

সিলেটের গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষ্যে ফ্রি ভেটেরিনারি ভ্যাক্সিনেশন ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে গোয়াইঘাটের ১১নং মধ্য জাফলং ইউনিয়নের দুবাঘ গ্রামে এই ফ্রি ভেটেরিনারি ভ্যাক্সিনেশন ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদের সিলেট বিভাগের পরিচালক ডা. মো মারুফ হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার মো. মিজানুর রহমান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খাঁন, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আব্দুল্লাহ আল সাবের, ভিএফএ মো. মনির উদ্দিন, এ আই কর্মী নিশাত চন্দ্র দেসহ অন্যান্যরা।

আয়োজিত এ ক্যাম্পেইনে ১১৬০ মাত্রার ভেক্সিন দেয়া হয়। যার মধ্যে তড়কা ৩৬০ মাত্রা, পিপিআর ৩৫০ ও গোটপক্স ৪৫০ মাত্রা দেয়া হয়। একই সাথে পরবর্তীতে খামারীদের মধ্যে ফ্রি কৃমিনাশক, ফ্রি ভিটামিন মিনারেল বিতরণ করা হয়।

ফ্রি-ভেক্সিন ও কৃমিনাশক ভিটামিন পেয়ে খামারিরা অত্যন্ত খুশি এবং আগামীতে এ ধরনের পোগ্রাম আয়োজন করার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তাঁরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে