শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

টানা ৫ দিন চুয়াডাঙ্গায় দেশের সবোর্চ্চ তাপমাত্রা: আজ ৪২.৩ ডিগ্রী

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ২০ এপ্রিল ২০২৪, ১৭:৩১
টানা ৫ দিন চুয়াডাঙ্গায় দেশের সবোর্চ্চ তাপমাত্রা: আজ ৪২.৩ ডিগ্রী

চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনার হাজী পাড়ার ইমাম হোসেন। ৮০ বছর বয়স। তাঁর এই বয়সে চুয়াডাঙ্গা অঞ্চলে এমন তাপমাত্রা তিনি দেখেননি কখনও। ইমাম রেহাসেন বলেন, এতো গরম। আর সহ্য করা যাচ্ছেনা।

ভ্যান চালক শহিদুল ইসলাম বলেন, গায়ে আগুন ধরে যাওয়ার মতো অবস্থা। ভ্যান নিয়ে বের হতে পারছিনা। এতো তাপ। ভাড়া হচ্ছেনা। আয় কমে গেছে। সংসারে টানাটানি চলছে।

কৃষক আশকার আলী বলেন, পেঁপে বাগান করেছিলাম দু’বিঘা জমিতে। প্রতিদিন পানি সেচ) দিতে হচ্ছে। মাটি দিয়ে আগুনের মতো তাপ বের হচ্ছে।

কৃষি সমৃদ্ধ চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপদাহ খরার কারনে কৃষিতে সংকট দেখা দিয়েছে। বোরো মওসুমে ধান কাটার সময় এসেছে। ধান কাটা শুরুও হয়েছে। তবে প্রচন্ড রোদে মাঠে দাঁড়াতে পরছেনা কৃষক-মজুর। এ ছাড়াও কিছু এলাকায় ধানের ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। প্রচন্ড খরায় আম-লিচুর গুটি ঝরে যাচ্ছে। সব ফসলে রেসচ দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

টানা ৫ দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সবোর্চ্চ তাপমাত্রা বিরাজ করছে। জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ জেলায় হিট এর্লাট চলছে।

আজ শনিবার (২০ এপ্রিল) চুয়াডাঙ্গায় বিকেল ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬২.৩ ডিগ্রী সেলসিয়াস। যা এ মওসুমের সর্বোচ্চ।

শুক্রবার (১৯ এপ্রিল) ছিল ৪১.৫ ডিগ্রী।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এ জেলায়। ১৭ এপ্রিল ৪০.৭ ডিগ্রী। ১৬ এপ্রিল ছিল ৪০.৬ ডিগ্রী। প্রতিদিন বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে তাপমাত্রাও পারদও বেড়ে যাচ্ছে।

তীব্র তাপপ্রবাহে জনজীবন ওষ্ঠাগত। এপ্রিল মাসে এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর। তাপ প্রবাহের প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। তাপপ্রবাহের ফলে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া কর্মজীবী মানুষ ।

হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীও বাড়ছে। তীব্র তাপদাহে হিট স্ট্রকে আক্রান্ত হচ্ছে অনেকে। আজ শনিবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে মাঠে ধানস্থেতে সেচ দিতে গিয়ে হিট স্ট্রকে এক কৃষকের মৃত্য হয়েছে।

সকালের সুর্য ওঠার সময়ও প্রখর তেজ থাকছে। এরপর বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রার পারদ।

এ সময় রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। আগুন ঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। এ অবস্থা বিরাজ করছে সুর্য একেবারে পাটে পড়ার আগ পর্যন্ত। সুর্য পাটে পড়ে গেলেও কমছেনা তার তেজ। একদিকে ভ্যাপসা গরম অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং- মরার উপর খাড়ার ঘা হয়েছে এ জেলাবাসীর জন্য।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ মোঃ জামিনুর রহমান বলেন, টানা ৫ দিন ধরে দেশের সব্বোর্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। বর্তমানে তীব্র তাপদাহ চলছে এ জেলায়। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও বাড়তে পারে। এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহ বিরাজ করার সম্ভবনা রয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে