সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৪, ১৯:৪১
কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

লালমনিরহাটের কালীগঞ্জে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের (২য় ধাপ) মনোনয়ন পত্র দাখিলের (২১ এপ্রিল) রবিবার শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে যে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, মাহবুবুজ্জামান আহমেদ, রাকিবুজ্জামান আহমেদ, এবং তারিকুল ইসলাম তুষার ।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, শাহজাহান হোসেন,সাব্বির আহমেদ লাবলু, আবিব হোসেন,দেবদাস রায় বাবুল,

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার,নিলুফা ইয়াসমিন ।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল,মনোনয়ন পত্র আপিল ২৪ এপ্রিল,আপিল নিস্পত্তি ২৭এপ্রিল,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২ মে। উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে মঙ্গলবার।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে