সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মনোহরদীতে শেষ দিনে ১৬ জনের মনোনয়ন দাখিল

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৪, ১০:২১
-ফাইল ছবি

নরসিংদী জেলার মনোহরদীতে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে, দ্বিতীয় ধাপে নরসিংদী জেলার, মনোহরদী উপজেলায়, মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। অদ্য ২১ শে এপ্রিল ২০২৪, মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। এবার ই প্রথম অন লাইনের মাধ্যমে মনোনয়ন ফরম পূরণ করে দাখিল করতে হয়েছে। সরাসরি কোন প্রার্থীর মনোনয়ন ফরম গ্রহন করা হয় নাই।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তফসিল ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ শে এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে, আপিল ২৪ থেকে ২৬ শে এপ্রিল, নিষ্পত্তি ২৭ থেকে ২৯ শে এপ্রিল।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, ৩০শে এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে আর ভোট গ্রহণ হবে ২১শে মে মঙ্গলবার। মনোজ উপজেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে, ৭জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব মোঃ মুশফিকুর রহমান জানান এবারই প্রথম সম্পূর্ণ মনোনয়নপত্র অন লাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। কোন মনোনয়ন পত্র হাতে হাতে গ্রহন করা হয় নাই। আগামী ২১ শে মে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য, নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য ১২ টি ইউনিয়ন ও ১টি পৌর সভা নিয়ে মনোহরদী উপজেলা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২লাখ ৪১ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৪৬ জন। মহিলা ভোটার সংখ্যা ১লাখ ২২ হাজার ৯৮২ জন। ( ২ জন হিজড়া) মোট ভোট কেন্দ্র ১০০ টি। আগামী ২১ শে মে ব্যালট পেপারের মাধ্যমে ষষ্ঠ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হইবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে