মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধে ঢাকায় নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূতের শ্রদ্ধা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৪, ১৫:০৪
টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধে ঢাকায় নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূতের শ্রদ্ধা 

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন। প্রথমে তিনি জাতির পিতারসমাধিসৌধেরে বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। এরপর তি০নি জাতির পিতার সমাধীস্থল ঘুরে দেখেন এবং পরবর্তীতে চীনের রাষ্ট্রদূত সমাধীতে অবস্থিত প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এসময় তার সফরসঙ্গী ছিলেন Yao Wen, H.E. Ambassador of China to Bangladesh, Sing Yang, Economic and Commercial Counselor of the Embassy, Cui Yifeng, First Secretary of the Embassy. Shi Xueliang, Second Secretary, Liang Shuying, Attache, Ke changliang, President of Chinese Enterprise Association in Bangladesh. .

এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, জেলা পুলিশ সুপার- আল বেলী আফিফা (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ (ডিএসবি) উকিং মে আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে