সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ভোলাহাটে তাপপ্রবাহে আম ঝরে পড়ায় কৃষকের ক্ষতি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ১৩:০৭
ভোলাহাটে তাপপ্রবাহে আম ঝরে পড়ায় কৃষকের ক্ষতি

ভোলাহাটে আমের বাগানে তুলনামূলক আমের গুঠি কম আসলেও আবার প্রচন্ড তাপদাহে ঝরে পড়ছে কলি আম যা ক্ষতির শঙ্কা করছে অনেক কৃষক।

সারা দেশে তাপদাহে জনজীবন পৌঁছে গেছে চরম দুর্ভোগে। এরই ধারাবাহিকতায় পশু-পাখি, গাছ-পালা কৃষি বিষয়ক বিভিন্ন ফসলও স্বীকার হচ্ছে তাপদাহের। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোলাহাট উপজেলাতে আয়তন অনুযায়ী জেলার মধ্যে আমের বাগান বেশি হওয়ায় আশানুরূপ কলি আম দেখা না দিলেও আবার তা ঝরে পড়ছে মোহ ও তাপদাহের কারণে। সারাদিন তাপমাত্রা বেশি থাকায় খুব সকালে পড়ছে শীত এর কারনেই মোহ বা হপারে আক্রান্ত হচ্ছে আমের গুঠি তারপর ঝরে পড়ছে। মূলত মোহ বা হপার হলো ফসলের এক ধরনের রোগ।

আম চাষি ইসমাইল ও তুহিন বলেন, প্রচন্ড তাপমাত্রা ও সকালে শীতের ফলে আমের গুঠি ঝরে যাচ্ছে তাই সঠিক পরামর্শ পেলে আমরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবো।

ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী বলেন, এসময় আম চাষিদের সচেতন করার জন্য আমাদের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। তাছাড়া ১ লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া ও ১ লিটার পানিতে ইমিডা ক্লোরপিড ০.২৫এমএল দিয়ে স্প্রে করতে হবে। কোনো বাগানের জমিতে রস কম থাকলে সেচের ব্যবস্থা করতে হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে