সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বোরহানউদ্দিন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতের আহবান

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৪
বোরহানউদ্দিন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতের আহবান

মাতৃত্বকালীন সময়ে ২৪ ঘণ্টা প্রসব সেবাসহ মৃত্যুহার শূন্যে কমিয়ে আনা, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি গতিশীল করার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এ লক্ষ্যে যথাযথ কাজ করার জন্য ভোলার বোরহানউদ্দিনে ইউনিয়ন ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতে অবহিতকরণ সভায় বক্তারা এ আহবান জানান।

বুধবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ ইউনিটের ব্যবস্থাপনায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অবহিতকরণ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা পরিবার পরিকল্পনা বিভাগের ক্লিনিক্যাল কনভারসেশন হেল্থের সহকারী পরিচালক ডা. অচিন্ত কুমার ঘোষ।

সংশ্লিষ্ট বিষয়ে উপস্থাপনা প্রদর্শন করেন ভোলার পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু স্বাস্থ্যের(এমসিএইচ)সহকারী পরিচালক ডা. জিনাত সুলতানা।

সভায় আরও বক্তৃতা করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) ডা. মাসুম,যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রব কাজী, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার, স্থানীয় সাংবাদিক মো. মনিরুল ইসলাম।

এসময় উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মীসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে