রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শব্দসচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৫ এপ্রিল ২০২৪, ১৪:০৮
নেত্রকোনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ ছবি-যাযাদি

নেত্রকোনায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় 'আসুন সবাই শব্দদূষণ হ্রাসে সচেষ্ট হই' এই প্রপিাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার শব্দদূষণ নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আর্ন্তজাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে একং সহকারী কমিশনার সাব্বির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আ'লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, মেডিকেল অফিসার ডা. ফারিয়া আজমাইন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে