শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মিরসরাইয়ে অনুমোদনহীন ৫ টন চা পাতা জব্দ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৫ মে ২০২৪, ১০:৫১
ছবি-যায়যায়দিন

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসটিআই লগো নকল করে চা পাতা প্যাকেটজাত করে বিক্রির দায়ে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

শুক্রবার (৪ মে) রাতে উপজেলার বড়তাকিয়া এলাকায় চা পাতার গোডাউনে অভিযান পরিচালনা করে ঝন্টু দাশ নামের এক ব্যক্তিকে এই জরিমানা করা হয়। এসময় ৫ টন চা পাতা জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত চা পাতা মিথ্যা তথ্য দিয়ে প্যাকেট করা হচ্ছিল। যা দণ্ডনীয় অপরাধ। এ সময় পাঁচ টন অনুমোদনহীন প্যাকেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। বিএসটি আইয়ের প্রতিনিধির প্রসিকিউশন রিপোর্টের ভিত্তিতে নিয়মিত মামলা করার জন্য মিরসরাই থানার ওসিকে বলা হয়েছে বলে জানান তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে