সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ী চাপায় দুই সবজি বিক্রেতা নিহত  

মানিকগঞ্জ প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৪, ১৪:৩৯
ছবি-যায়যায়দিন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়ীচাপায় দিয়ে আব্দুস সালাম (৫০) এবং ছানোয়ার হোসেন (৪৫) নামের দুই সবজি বিক্রেতা নিহত হয়েছে।

শুক্রবার(২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত সবজি বিক্রেতাদের বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মানিকগঞ্জের জাগীর সবজি আড়ত থেকে সবজি ক্রয় করে কাটিগ্রাম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম এবং আব্দুস সামাদের ছেলে ছানোয়ার হোসেন নিজ এলাকায় যাচ্ছিলো। পথিমধ্যে গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের বহন করা ভ্যানটিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যান চালক রাস্তার পাশে পড়ে গেলেও ওই দুই সবজি বিক্রেতার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে