শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বাউফলে বৃষ্টির জন্য দুই স্হানে ইস্তিসকার সালাত আদায় 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ১৯:২১
বাউফলে বৃষ্টির জন্য দুই স্হানে ইস্তিসকার সালাত আদায় 

পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে শনিবার সকাল ৮টায় বৃষ্টির জন্য ইস্তিসকার সালাত অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক মুসুল্লির সঙ্গে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি ইস্তিসকার সালাত আদায় করেন।

এ সময় সমবেত মুসুল্লিরা তওবা করে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন। সালাতে ইমামতি করেন শাহী মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান। খুতবা পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব অধ্যক্ষ ড. মো. হাবিবউল্লাহ এবং মোনাজাত পরিচালনা করেন বাউফল সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. শাহজাহান।

কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকুল। শুক্রবার ডিজিটাল ডিভাইসে বাউফলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। তাপদাহে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সূর্যের তাপের কারনে মুগডালসহ রবিশস্য তুলতে পারছেন না কৃষকরা। গরমের কারনে ডায়রিয়াসহ নানা রোগবালাই বেড়েছে।

সকাল নয়টায় নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বালিকা দাখিল মাদ্রাসা মাঠে নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাম।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে