শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন তাহ্মিনা লিপি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ২০:১০
ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন তাহ্মিনা লিপি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ (স্থানীয় সরকার) নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তাহ্মিনা আকতার লিপি। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদিকা। শুধু রাজনীতিই নয় তার পাশাপাশি মানুষ গড়ার কারিগর হিসেবে ধনবাড়ীতে ব্রাক শিশু নিকেতন স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

লিপি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক পেয়ে প্রতিদিন-ই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই নেত্রী। নির্বাচনকে ঘিরে উপজেলাজুড়ে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। সব প্রার্থীরাও চালাচ্ছেন নানাভাবে প্রচার-প্রচারণা। আগামী ০৮ মে অনুষ্ঠিত হবে ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন।

এদিকে তাহ্মিনা আকতার লিপি’র সাথে প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লীনা (ফুটবল) ও কলপনা বেগম (হাঁস)।

তাহ্মিনা আকতার লিপি বলেন, ‘রাজনৈতিক জীবন থেকেই জনগণের সেবা করছি। দেশ উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উনয়নমূলক কর্মকাÐ সাধারণ মানুষের নিকট তুলে ধরছি। জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে থাকতে চাই। জনগণ আমার সঙ্গে আছেন।’

তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী উপজেলাবাসী আমাকে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন। উপজেলাবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উপজেলার সকল উন্নয়মূলক কর্মকান্ডসহ নারী শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষের কর্মমূখী উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ।’

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এবার জনসমর্থনে এগিয়ে রয়েছেন- মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহ্মিনা আকতার লিপি ও কল্পনা বেগম। অন্য প্রার্থীরাও ব্যাপকভাবে গণসংযোগ করছেন। জমে উঠেছে নির্বাচনী আমেজ।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মণি শংকর জানান, ‘চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। এরমধ্য পুরুষ ৭৯ হাজার ৯০২ জন এবং নারী ৮২ হাজার ৬৮৬ জন।’

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে