বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজারহাটে ইস্তিসকার নামাজ আদায়

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১২:৪৯
রাজারহাটে ইস্তিসকার নামাজ আদায়

দেশব্যাপী চলমান প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘ অনাবৃষ্টি ও অতিতীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত সংকটাপন্ন প্রাণীকুল, এমতাবস্থায় আল্লাহর রহমত ও বৃষ্টি কামনায় ইস্তিসকারের নামাজ আদায় করা হয়।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সম্মিলিত ওলামায়ে কেরাম এর আয়োজনে রাজারহাট ফাজিল মাদরাসায় ময়েন মিয়াজী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইস্তিসকারের নামাজ অনুষ্ঠিত হয়।

মাওলানা আবু সাদেকের সঞ্চালনায় নামাজ পরিচালনা করেন ময়েন মিয়াজী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব পীরজাদা আলহাজ্ব মাওলানা মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী। এসময় বক্তব্য রাখেন সম্মিলিত ওলামায়ে কেরাম রাজারহাটের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহেদ, রাজারহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ আব্দুল হাই, ময়েন মিয়াজী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনূর মোঃ আক্তারুজ্জামান, হাফেজ মুফতী আজম আলী, মাওলানা শোয়াইবুর রহমান প্রমূখ।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার রাজারহাটসহ কুড়িগ্রামে এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী থেকে ৩৭ ডিগ্রী সেলসিয়াসে ওঠা-নামা করছে। তবে আপাতত তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে