বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নকলায় উপজেলা নির্বাচনে যাছাইবাছাইয়ে প্রার্থীতা ফেরত পেলেন ২ প্রার্থী

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১৯:৩৫
নকলায় উপজেলা নির্বাচনে যাছাইবাছাইয়ে প্রার্থীতা ফেরত পেলেন ২ প্রার্থী

শেরপুরে নকলা উপজেলা পরিষদ নির্বাচনে যাচাইবাছাইয়ে বাদ পড়া দুই প্রার্থী আপীলে বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী রাব্বেনুর চৌধুরী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন আকন্দ।

সোমবার (২৯ এপ্রিল) আপীল নিষ্পত্তির শেষ দিনে আপীল শুনানী শেষে ওই বৈধতা ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা।

জানাযায়, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মিলে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

গত ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই দিনে এই দুই প্রার্থী বাদ পড়লে ২৪ এপ্রিল তারা আপীল করেন। ২৯ এপ্রিল আপীল নিষ্পত্তির দিনে দুই প্রার্থীর তাদের প্রার্থীতা ফেরন পান।

এ উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৯টি, ভোট কক্ষ ৪৬৪টি এবং মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৩৭৬, মহিলা ভোটার ৯১ হাজার ২৩০জন। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে।এ ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে