শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্গাপুরে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়ন সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৪ মে ২০২৪, ১৩:৫২
ছবি-যায়যায়দিন

নেত্রকোনার দুর্গাপুরে আত্মজাগরণে প্রজন্মের দায়বোধ শিরোনামে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত জলসিঁড়ি পাঠকেন্দ্রে এ অধ্যয়ন সভা হয়।

জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় আলোচনা করেন বইপ্রেমী রকিব হাসান, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিক্ষক মোজাম্মেল হক, মন্তোষ দে, ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম, সংস্কৃতিজন নাদিম সিদ্দিকী, কবিতা কর্মী আল আমীন খান, সংগঠক নূর আলম।

এ অধ্যয়নসভায় স্কুল কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনায় অতিথিরা বলেন,জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখছে জলসিঁড়ি পাঠাগার। পাঠকরা খুব সহজেই এই পাঠাগারে এসে সমসাময়িক বিষয়ে সম্যক ধারনা ও বিষয়ভিত্তিক জ্ঞান চর্চা করতে পারছে। একটি সমাজের রূপরেখা বদলে দিতে পারে একটি সমৃদ্ধ পাঠাগার। আজকের ছাত্ররাই আগামী দিনের জাতির কর্ণধার। পাঠাগারের বই-পুস্তক একজন শিক্ষার্থীকে স্বশিক্ষিত মানুষ তৈরিতে সহায়তা করে। তাই প্রতিটি গ্রামে-মহল্লায় জলসিঁড়ির মত পাঠাগার গড়ে তোলা প্রয়োজন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে