শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ প্রবাসীর ভোটের লড়াই 

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  ০৫ মে ২০২৪, ১৭:০১
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ প্রবাসীর ভোটের লড়াই 

আগামী ৮ মে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ উপজেলার নির্বাচন, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৩ জন, তিন জনই প্রবাসী ব্যবসায়ী, প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম আমেরিকা প্রবাসী অপর প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আমেরিকা প্রবাসী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, এবং ব্রাজিল যুবলীগের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান উজ্জ্বল তিন প্রার্থী উপজেলার এগারোটি ইউনিয়ন এবং পৌর সদরে ভোটারদের নিকট বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিন জনের মধ্যে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী, বিগত ২০২০ ইংরেজির করুনা এবং বিগত ২০২২ ইংরেজিতে ভয়াবহ বন্যার সময় তিনি উপজেলা জুড়ে অসহায় মানুষের সহযোগিতায় কাছে থাকা, এবং পরবর্তীতে সাবেক চেয়ারম্যান মরহুম এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মারা গেলে ২০২২ সালে অনুষ্ঠিত উপ- নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রায় বিশ মাস চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পালনে উপজেলা জুড়ে রয়েছে তার একটি জন সমর্থন এছাড়া তার সাথে আছে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ।

এদিকে আরেক প্রার্থী আবু ছুফিয়ান উজ্জ্বল তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেনের কাছের মানুষ হওয়ায় সংসদ নির্বাচনে সরোয়ার হোসেনের পক্ষে উপজেলা জুড়ে নির্বাচনী প্রচার প্রচারনায় অগ্রনি ভুমিকা পালনের মাধ্যমে রয়েছে পরিচিতি।

শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ভোটের মাঠে নবাগত হলেও তার সাথে আছে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগের একটি বৃহৎ অংশ মোট কথায় তিন জনের সাথেই আছে আওয়ামী লীগের একেকটি অংশ,বি এন পি, জামাত,জাতীয় পার্টি বা ইসলামি সংগঠনের কোনো প্রার্থী না থাকায় এইসব দল সমর্থকদের ভোট বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে ।

তবে সাধারন ভোটারদের মধ্যে এখনো নির্বাচন নিয়ে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, সব মিলিয়ে ভোটারদের নির্বাচনমুখি করতে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে