রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত মামলায় দুইজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  ০৭ মে ২০২৪, ১৬:৩৯
ছবি-যায়যায়দিন

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় হিরেন্দ্রনাথ বর্মন ওরফে লাদু (৫৫) নামের এক সবজি বিক্রেতা তেল বহনকারি লরীর চাকায় পিষ্ট হয়ে নিহত মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (৬ মে) দিবাগত রাতে আদমদীঘি ইন্দইল আশা ফিলিং স্টেশন থেকে তাদের গ্রেফতার ও লরী আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত হাজি কলিম উদ্দিনের ছেলে আব্দুল বারী (৫৫) ও পত্নীতলা উপজেলার শিবপুর হাটবাজারের মৃত আবুল কালামের ছেলে মানিক হোসেন (২৭)।

পুলিশ জানায়, গত সোমবার ( ৬ মে) বিকেলে আদমদীঘির পুশিন্দা গ্রামের হিরেন্দ্রনাথ বর্মন মুরইল বাজারে সবজি বিক্রি করার সুযোগে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে মহাসড়ক পারাপারের সময় নওগাঁগামী ঢাকা মেট্রো-ট- ২২-১২৫০ নম্বর একটি তেলের লরী বেপরোয়া চারিয়ে হিরেন্দ্রনাথ বর্মনকে চাকায় পিষ্ট করে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই হিরেন্দ্রনাথ বর্মন মারা যায়। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি দুপচাঁচিয়া উপজেলার বেলহালি গ্রামের মৃত্যুঞ্জয় বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করলে ওই দিন রাতেই অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীর নেতৃত্বে আশা ফিলিং স্টেশন থেকে উক্ত দুইজনকে গ্রেফতার ও তেলের লরী আটক করেন। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

যাাযদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে