রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হত্যা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৭ মে ২০২৪, ১৮:৫০
ছবি: যায়যায়দিন

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহুল আলোচিত বৃদ্ধা রাজিয়া বেগম (৫৮) হত্যা মামলার পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। গতকাল সোমবার (৬ মে) ভোরে ও গত রবিবার (৫ মে) রাতে চট্টগ্রাম নগরী ও হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ সাব্বির জানান, সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের বৃদ্ধা রাজিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি মৃত নুরুল ইসলামের ছেলে মো. ফারুককে (৩৪) র‍্যাব-৭ আটক করে থানায় হস্তান্তর করেন। পরে আসামির দেয়া তথ্য মতে সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম নগরী ও হাটহাজারী থানার বড়দিঘী এলাকায় অভিযান চালিয়ে পলাতক অন্য আসামি মৃত অলি বকসুর ছেলে শাহাব মিয়া (৫৫), সাহাব মিয়ার মেয়ে শারমিন আক্তার (৩০), ছেলে মনজুর আলম (২৩), স্ত্রী শাহানু আক্তার (৫০) কে গ্রেপ্তার করতে সক্ষম হই।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার হত্যা মামলার ৫ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে