রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হাকিমপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৭ মে ২০২৪, ১৯:১৯
হাকিমপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম

ষষ্ঠ ধাপে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাচনের জন্য উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল থেকে ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহণের সব প্রযোজনীয় সরঞ্জামাদি পাঠানো হয়েছে। নিজ নিজ কেন্দ্রের জন্য সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে থেকে মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় ভোটের সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে বুধবার ভোরে ব্যালট পেপার পাঠানো হবে। এ দিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

হাকিমপুর উপজেলাতে মোট ভোট কেন্দ্র রয়েছে ৩৬ টি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই উপজেলাতে মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ২০০ এবং নারী ভোটার ৪০ হাজার ২৪৩ জন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে