রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলার ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ০৭ মে ২০২৪, ১৯:৩০
নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলার ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

রাত পোহালেই বুধবার নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্নে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের পর থেকে দুই উপজেলার ১৬৮টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম।

প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড, খামসহ নির্বাচনী সরঞ্জাম তুলে দেন রিটানিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভোটার সরঞ্জমাদী কেন্দ্রে কেন্দ্রে নেয়া শুরু করেন প্রিজাইডিং কর্মকর্তারা।

দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৫জন প্রতিদ্বন্ধিতা করছেন। এতে ভোটার রয়েছেন ৪লাখ ৩৫হাজার ৫৬৪জন।

রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ব্যালট পেপারের মাধ্যমে।

পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা রক্ষায়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে