রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মাটি ছেঁচড়ে দুহাতে ভর করে ভোট দিলেন প্রতিবন্ধী জাবেদ 

আরিফ আহমেদ সিদ্দিকী, পাবনা
  ০৮ মে ২০২৪, ১২:১৪
ছবি: যায়যায়দিন

৬৮ বছরের জাবেদ চৌধুরী। জন্মগত ভাবেই তিনি শারীরিক প্রতিবন্ধী। দু পা অচল। দু হাতের আঙ্গুলে ভর করে উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন।

বুধবার (৮ মে) বেলা সাড়ে ১১টায় জাবেদ চৌধুরীর সাথে আলাপ হয় পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুর থানার কাশিনাথপুর ডিগ্রি কলেজ মাঠে।

জাবেদ চৌধুরীর বাড়ি আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের শিবপুর গ্রামে। পেশায় তিনি ভিক্ষুক। কাজিরহাট লঞ্চ ঘাটে বসে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে জীবনযাপন করছেন। তিনি ১ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক।

ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলের সংসারে বসবাস করেন।

জাবেদ চৌধুরীর ছেলে আল আমিন চৌধুরী বলেন, বাবার স্বচ্ছলতা ছিলনা। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই আমাদের ভাইবোনকে বড় করেছেন। বোনের বিয়ে দিয়েছেন। আমি ১০ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করার পর আর পড়াতে পারেননি।

আল আমিন চৌধুরী বলেন, আমিও বিয়ে করেছি। এক ছেলে ও এক মেয়ে আছে। রাজমিস্ত্রীর যোগাল শ্রমিক হিসেবে কাজ করি। হাজিরা পাই ৪০০ টাকা। যা পাই সে টাকায় সংসার চলে না। বাবা মায়ের ঔষধ খরচ, পরিবারের সব খরচে সংসার চালানো দায় হয়ে যায়। বাধ্য হয়েই বাবাকে অন্যের কাছে হাত পেতে চলতে হয়।

আল আমিন বলেন, গেল ২ বছর হলো বাবার একটি ভাতা কার্ড হয়েছে। ৩/৪ মাস পর ২৫০০ টাকা পান। কিন্তু এ টাকায় তার চলার কোন গতি নেই।

হাতে ভর দিয়ে কষ্ট করে ভোট দিতে আসছেন কেন এমন প্রশ্নে জাবেদ চৌধুরী বলেন, আমার শারীরিক অবস্থা কি সেটা বড় নয়। বড় হলো আমি দেশের নাগরিক। সকল সুযোগ সুবিধা যদি ভোগ করি তাহলে নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ আমার নাগরিক অধিকার। এ কারনেই মূলত ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে আসি। আমি জীবনে একটি ভোটও দেয়া বাদ দেয়নি। বাকি জীবনটাও ভোটাধিকার প্রয়োগ করতে চাই।

কাশিনাথপুর ডিগ্রি কলেজ চত্বরে আসা নানা শ্রেণির ভোটাররা বলেন, আশ্চর্যের বিষয়। প্রাকৃতিক বৈরী আবহাওয়ার মধ্যে যখন অনেকেই ঘর থেকে বের হননি। সেখানে শারীরিক প্রতিবন্ধী জাবেদ চৌধুরী নিঃসন্ধেহে এক অনুকরণীয় দৃষ্টান্ত।

ভোট কেন্দ্র থেকে বের হয়ে হাতের উপর ভর করে হামাগুড়ি দিয়ে যাওয়ার সময়ে তাকে দেখে কয়েকজন স্ব প্রণোদিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে