সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মাধবপুর উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্স এ জেনারেল সার্জারি কার্যক্রম শুরু

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি
  ০৯ মে ২০২৪, ১৯:০৮
মাধবপুর উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্স এ জেনারেল সার্জারি কার্যক্রম শুরু

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রথমবারের মত এপেন্ডিসেকটমী অপারেশানের মধ্য দিয়ে জেনারেল সার্জারী কার্যক্রম শুরু হল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজনগর গ্রামের রমজান মিয়া (২৫) কে পেন্ডিসেকটমী অপারেশন করেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডাঃ ফরহাদ আহমেদ চৌধুর। তাকে সহযোগিতা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডাঃ সুদীপ চৌধুরী।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হাসনাত.সহকারী সার্জন ডাঃ রকিবুল ইসলাম। স্বার্বিক তত্বাবধানে থাকা উপজেলা স্বাস্থ‌্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন জানান হবিগঞ্জ জেলায় প্রথম বার জেনারেল সার্জারি কার্যক্রম মাধবপুর উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্স এ চালু হয়েছে। এখন থেকে নিয়মিত মাধবপুর স্বাস্থ‌্য কমপ্লেক্সে হারনিয়া, হাইড্রোসিল, এপেন্ডিসেকটমী , পাইলস এর অপারেশন হবে। এছাড়া প্রায় একবছর ধরে এখানে সিজারিয়ান অপারেশন হয়ে আসছে। হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস‍্য তার পেজবুক আইডিতে লিখেন এমপি হিসেবে আমি গর্বিত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সস এ জেলার মধ‍্যে প্রথম জেনারেল সার্জারি চালু হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে